ওয়েবসাইটের ui,ফন্ট ইত্যাদি কাস্টমাইজ করার জন্য ওয়েব ডেভেলপার এর বিকল্প নেই।একজন ভালো ওয়েব ডেভেলপার একটি ওয়েবসাইটকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। এতে ট্রাফিক ভিজিটরদের মনে ইতিবাচক মনোভাব তৈরি হয়।
এই রঙিন কালারের জন্য অনেকে হয়তো জানেন কোথায় থেকে জেনারেট করতে হয়।তবে যারা একদম নতুন ওয়েবসাইটে কাজ শুরু করেছেন অনেকে হয়তো জানেন না। মূলত তাদের জন্যই এই পোস্ট। কারন নতুন নতুন অনেকে ওয়েবসাইট তৈরির দিকে ঝুঁকছেন।
ওয়েবসাইটটির নাম COOLOR
ওয়েবসাইটের লিংক এখানেপ্রথমে আসা যাক ওয়েবসাইটটির মেইন কয়েকটি ফিচার নিয়ে। প্রথমত এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট।সুতরাং এখানে কালার জেনারেশন করে এক্সপোর্ট বা ডাউনলোড করা বেশ সহজ। দ্বিতীয়ত এখানে কয়েকটি ফরম্যাটে ডাউনলোড এর অপশন আছে।এখানে RGB,HSL হিসেবে আউটপুট পাবেন।
এবার আসা যাক যেভাবে ব্যবহার করবেন।
প্রথমে হোমপেইজে লগইন করবেন।এরপর একটি একাউন্ট তৈরি করে নিবেন।এজন্য জিমেইল ব্যবহার করা সহজ।
এবার আপনি জনপ্রিয় বা ট্রেন্ডিং প্যালেটগুলো ব্রাউজ করতছ পারেন। এজন্য অ্যারো দেওয়া অপশনে ক্লিক করুন।
এখানে আপনারা টপ ফিচার করা প্যালেটগুলো দেখতে পাবেন। এবার যেটি পছন্দ হয় সেখানে ক্লিক করে নিন।
এবার নিচের গুলো খেয়াল করুন। সেখান থেকে পছন্দসই প্যালেটটি সিলেক্ট করুন। সেখানে RGB,HSL এগুলো দেখতে পাবেন। তবে আমাদের প্রয়োজন CSS কোড। এজন্য উপরের ৩ ডটএ ক্লিক করে নিন।
এরপর উপরের ছবির মতো এক্সপোর্ট করে নিন।
এখানে অপশনগুলো পাবেন। সেখানে যেকোন একটি ফরম্যাট সিলেক্ট করে নিলেই কপি বা ডাউনলোড এর অপশন পাবেন।
দেখুন এখানে ফলাফল শো করছে।
আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
The post ওয়েবসাইট ডেভেলপ করার জন্য সেরা একটি কালার প্যালেট ওয়েবসাইট appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/qTje1hZ
via IFTTT