নিয়ে নিন সুন্দর একটি AI Website (Artificial intelligence)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে টপিকে কি থাকছে টাইটেল দেখে তা ইতোমধ্য বুঝে গেছেন আর সাথে থাকছে একই পোস্টে দুর্দান্ত একটি সারপ্রাইজ। তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক।

আজকে আপনাদের পরিচয় করে দিব একটি AI Website এর সাথে যেটা দিয়ে বিভিন্ন ধরণের ছবি এডিট করতে পারবেন।

  • চলুন দেখা যাক এটা দিয়ে কী কী করা যায়.
  1. এটা দিয়ে আপনি ছবি ব্র্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
  2. ছবি এক স্থান হতে অন্য স্থানে নিতে পারবেন ‍খুব সহজেই।
  3. ছবিতে যে কোন পোশাক পরিবর্তন করতে পারবেন।
  4. আরো অনেক কিছু করা যায় এটা দিয়ে।

আমার সব কিছু ট্রাই করা সম্ভব হয়নি আপনারা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারবেন আমি মনে করি।

প্রথম আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করুন এবং টাইপ করুন labs.openai. এবং ক্লিক করুন প্রথমে যেই লিংটি রয়েছে সেখানে।

এই পেইজে আপনাকে একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য আপনাকে Sign up বাটন এ ক্লিক করুন এবং সাধারণ একাউন্টের মত করে রেজিষ্ট্রশন করুন। আর যদি আপনার কোন ই-মেইল আগে থেকে আপনার ব্রাউজারে থেকে থাকে তাহলে ক্লিক করুন Continue with Google.

Continue with Google এ ক্লিক করলে অটোমেটিক ভাবেই আপনার ওয়েব সাইটটি Sign up হয়ে যাবে এবং নিচে দেখানো পেইজের মত আসবে।

 

 

ওকে Sign up করার পর নিচে upload image ক্লিক করুন।

এখন আপনার ছবি যেই পজিশনে রেখে ভাল লাগবে সেই পজিশনে নিয়ে Crop এ ক্লিক করুন।

Crop এ ক্লিক Edit image ক্লিক করুন।

এখন নিচে দেখুন Eraser আইকন আছে ওটা সিলেক্ট করুন এবং যদি আপনার girl Friend না থেকে থাকে তাহলে আপনি আপনার পছন্দ মত একটি গালফ্রেন্ড নিয়ে নিতে পারেন। আপনার girl Friend কে কোন পার্শ্বে রাখতে চাচ্ছেন সেখানে একটু Eraser করে নেন। তার পর উপরে লক্ষ্য করুন একটি টেক্স লিখেছি man taking a selfie with girlfriend আপনিও ওটা লিখেন।

এরপর ডান পার্শ্বে Generate এ ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।

এইবার আপনার AI girl Friend হাজির হয়েছে। তবে যদি আপনার girl Friend পছন্দ না তা হলে আপনি Generate ক্লিক করুন যতক্ষন আপনার পছন্দে girl Friend হাজির হয়।

প্রথমে আপনাদের আমি বলেছিলাম যে, একটি সারপ্রাইজ দিব সেটা কি সারপ্রাইজ? আপনার যারা AI নিয়ে কাজ করতে ভালবাসেন তাদেরকে একটি Website সাজেস্ট করছি। নিচের লিংকে, আশা করি আপনার অনেক কাজে দিবে।

তো এই ছিল আজকের পোস্ট আশা রাখি আপনাদের অনেক কাজে দিবে। তবে এইসব AI Website ভাল কাজে লাগাবেন। কেউ যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে আমি দায়ী থাকিবো না।

 

AI Collection

 

Join Our Telegram Channel

Join Our Discussion Group

 

The post নিয়ে নিন সুন্দর একটি AI Website (Artificial intelligence) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/0y4fJK1
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট