আসসালামু আলাইকুম !
দেখতে দেখতে আমরা ডিজিটাল কারেন্সী শিক্ষার দশ পর্বে চলে এসেছি !
আগের পর্বে আলোচনা করেছি ফান্ডামেন্টাল এনালাইসিস এর পরিচিতি নিয়ে
আজকে আলোচনা করবো একটা প্রজেক্ট এর ব্যবসার মডেল কিভাবে বের করতে হয় ?
আগের পোস্টে উল্লেখ করেছি
Project Metrics
এখানে দেখা হয় এই প্রজেক্ট এর বিভিন্ন ব্যবসার মডেল,মার্কেট শেয়ার,ব্যবসার মডেল, টিম মেম্বার দের এনালাইসিস,roadmap সামনে যেসব আপডেট আসবে সেসব, আরো অনেক জিনিস দেখতে হয় !
প্রজেক্ট এর সব তথ্য মুলত দেয়া থাকে twitter(x) ও website এ!
এরপর থাকে whitepaper এ !
আজকে জানবো আমাদের কি দেখতে হবে !
কোনটা ভালো এবং কোনটা মন্দ এসব !
প্রজেক্ট বাছাই করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে trend বা narrative খুজে বের করতে হবে !
এখন জানবো এখনকার সবচেয়ে trend এ কি কি আছে !
AI
bitcoin layer 2
brc20
depin
rwa
privacy
security
নির্দিস্ট ব্লকচেইন এর hype যেমন solana,the open network(TON),avalance !
এসব এর খুব hype চলছে !
আমাদের এসব থেকেই যেকোন একটা প্রজেক্ট choice করতে হবে !
আমি এখন থেকে
আগে ভালো প্রজেক্ট হওয়ার criteria জেনে নিই !
১) প্রথমে দেখতে হবে এটার ব্যবসার মডেল কি ? এটা আসলে কি value offer করছে সবার জন্য !
এটা বুঝতে হলে আপনাকে তাদের twitter(x) ও website দেখতে হবে এবং সাথে whitepaper !
casestudy: এখন আমরা একটা প্রজেক্ট এর রিভিউ করবো !
প্রজেক্টটি হলো blockdefend ai এই প্রজেক্ট এর কাজ মুলত mainstream retail user বা সবার জন্য লেনদেন এ security নিশ্চিত করা !
blockdefend.ai এর ওয়েবসাইট
এখান থেকে বুঝতে পারছি এটা একটা chrome extension যেটার কাজ হলো crypto related বিভিন্ন transaction এ security দেয়া !
ওয়েবসাইটটি ঘুরে আমরা বুঝতে পারলাম এটা একটা freemium product হবে যেখানে পেইড ভাবে ব্যবহারের ব্যবস্থা থাকবে !
যেটা হয়তো ব্যবহার করতে গেলে আমাদের ঐ টোকেন দিয়ে ব্যবহার করতে হবে !
ব্যবসার মডেল বলতে আসলে এটাই বোঝায় যে ঐ কয়েনটা কিভাবে সবার জন্য কাজে আসবে
আজকে এ পর্যন্তই ! আশাকরি নতুন কিছু শিখতে পেরেছেন !
আগামী পর্বে থাকবে নতুন কিছু ততক্ষন ট্রিকবিডির সাথেই থাকুন ! ধন্যবাদ !
জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেল
The post পর্ব ১০ কিভাবে প্রজেক্ট এর ব্যবসার মডেল বুঝবেন ? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9YaUu1G
via IFTTT