রবি ই সিম বন্ধ করলো বিটিআরসি!! জেনে নিন বিস্তারিত

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বাংলাদেশের বৃহত্তম টেলিকম অপারেটর হলো রবি আজিয়াটা লিমিটেড।

তারা প্রায় অনেক দিন ধরেই বেশ ভালো সার্ভিস প্রদান করছে বাংলাদেশে, এবং যথেষ্ট জনপ্রিয় এক অপারেটর।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে প্রায় সব কিছুই আপগ্রেড হচ্ছে, প্রযুক্তির কল্যাণে বর্তমানে ভার্চুয়াল সিম কার্ড ব্যবহার করা যাচ্ছে।

মানে ফোনে সিম না থাকলেও সিম এর সুবিধা উপভোগ করা যাবে, মূলত সেটা হলো ই সিম।

এই জন্য অবশ্য নির্দিষ্ট কিছু মোবাইল ফোন এর দরকার পড়বে যেগুলোতে ই সিম কার্ড সাপোর্ট করবে।

বাংলাদেশে ২০২২ সালে প্রথম গ্রামীণফোন ই সিম কার্ড চালু করে ,, এবং পরে বাংলালিংক চালু করে।

কিন্তু এইবার বিটিআরসি এর অনুমোদন ছাড়াই রবি তাদের ই সিম কার্ড গ্রাহকদের প্রদান করছে।

কিন্তু এই জন্য বিটিআরসি এর অনুমোদন এর দরকার পড়ে,, কিন্তু তারা সেটা না করেই সিম এর কার্যক্রম শুরু করে।

এবং আজকে এক ঘোষণা এর মাধ্যমে BTRC রবি এর ই সিম কার্ড এর কার্যক্রম বন্ধ করেছে।

BTRC আবার অনুমতি প্রদান করলে চালু হবে রবির আবারো ই সিম কার্যক্রম।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post রবি ই সিম বন্ধ করলো বিটিআরসি!! জেনে নিন বিস্তারিত appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/C7cgHYv
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট