আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
বর্তমানে সব কিছু পরিবর্তন হচ্ছে,, তরুণ প্রজন্ম চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করছে।
বর্তমানে প্রায় বেশির ভাগ তরুণ তরুণী নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য ফ্রিল্যান্সিং এর দিকে নজর দিচ্ছে।
যদি নির্দিষ্ট কোনো কাজে কর্ম দক্ষতা থাকে তাহলে ফ্রিল্যান্সার হওয়া খুবই সহজ।
তবে ফ্রিলান্সিং এর জন্য বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন সেক্টর আছে এই কাজের ক্ষেত্রে।
গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন, কনটেন্ট রাইটিং সহ অন্যান্য বিভিন্ন সেক্টর আছে,,।
কিন্তু অনেকই জানেন না কোন কোন প্লাটফ্রমে নিজেদের কর্ম দক্ষতা ফুটিয়ে তুলবেন।
আজকে আমি কিছু ফ্রিলান্সিং মার্কেটপ্লেস এর নাম বলবো যেখানে আপনারা আপনাদের দক্ষতা প্রকাশ করে অর্থ উপার্জন করতে পারবেন।
ফাইভার
বিশ্বের সব থেকে বড় ফ্রিল্যান্সার তৈরির কারিগরি প্রতিষ্ঠান হলো ফাইভার।
মূলত এইখানে একাউন্ট করার পর নিজের কর্ম দক্ষতা বিষয় গুলো এবং দরকারি বিষয় গুলো লিঙ্ক করতে হবে।
আপনার নিজের কর্ম দক্ষতা দিয়ে যদি বায়ার এর মন জয় করতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নিশ্চিত হবে এই সেক্টর থেকে।
আপওয়ার্ক
ফ্রিলান্সার তৈরি এর আরেক কারিগর হলো আপওয়ার্ক। ফ্রীল্যান্স মার্কেটপ্লেস এর ক্ষেত্রে সব চেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস এটি।
এই প্লস্টফ্রমে সহজেই অনেক কাজদাতা এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়। এবং কাজের প্রসার হয়।
99 ডিজাইন
এই মার্কেট প্লেস মুলত যারা ডিজাইন ওয়েব এর কাজ জানেন তাদের জন্য।
মূলত এইখানে গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবসাইট ডেভলপমেন্ট এর কাজ গুলো পাওয়া যায়।
এইখানে পার্ট টাইম থেকে ফুল টাইম পর্যন্ত সকল কাজ পাওয়া যায়। এবং ক্যারিয়ার গড়তে সাহায্য করে।
মূলত এইসবই হলো ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজের ক্ষেত্র সুমৃহ।
এইসব মার্কেট প্লেসে যদি নিজেদের কর্মদক্ষতা দিয়ে নাম লেখানো যায়,, তাদের ভবিষ্যৎ নিশ্চিত।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য দেখা হবে খুব জলদি নতুন কিছু নিয়ে।
ততক্ষণ trickbd এর সাথেই থাকুন।
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
The post ফ্রিল্যান্সিং করবেন ?জেনে নিন মার্কেটপ্লেস গুলো সম্পর্কে!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/snBwl0i
via IFTTT