আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
এই পোস্টে আমরা এমন কিছু Android Games নিয়ে কথা বলবো যেগুলো Puzzle Type এর হলেও আমি আপনাকে আশ্বাস দিতে পারি এগুলো খেলে আপনি ভিষণ মজা পাবেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।
5) GAME NAME : Smart Puzzles
GAME DEVELOPER : App Holdings
GAME LINK : Playstore
Game Version : 2.6.1
Game Released Date : September 14, 2018
গেমটিতে আপনারা Block, Pipes, One Line, Matches, Percentages, Brush, Rolling Ball, Maze, Loop, Stream, Colour Hues, Rope, Jewles, Symmetry, Cutter, Hexagons, Path, Tangram, Escape, Lasers মোট ২১ ধরনের গেম পাবেন।
গেমটিতে ২১ ধরনের ভিন্ন রকমের গেমসগুলোর ভেতরে প্রথমে আপনি কিছু গেম Unlocked পাবেন। পরে আপনাকে নিজে নিজে খেলে খেলে Unlock করতে হবে।
এই গেমটির ভেতরে যেসব গেমস রয়েছে ঐগুলো আগের গেমগুলো থেকে আলাদা। তাই আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন।
গেমটি সম্পূর্ণ Offline। গেমটিতে রয়েছে ৫০০০+ লেভেল। এখন হয়তোবা মনে করতে পারেন গেমটির Size খুবই বড় হবে। আসলে একেবারেই না।
গেমটির আসল সাইজ মাত্র 10 Mb। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। যাই হোক, গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার+ বারের মতো।
কম সাইজের ভেতরে One Of The Best Brain Training Game বললে ভুল হবে না। সত্যিই গেমটি খুব ভালোভাবেই ডেভেলপ করা হয়েছে।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
4) GAME NAME : BRAIN TRAINING
GAME DEVELOPER : APP HOLDINGS
GAME LINK : PLAYSTORE
Game Version : 8.6.8
Game Released Date : January 28, 2014
এই একটি গেমের ভিতরে আপনি ১৫ ধরনের আলাদা আলাদা ব্রেইন ট্রেইনিং গেমস দেখতে পারবেন। সেগুলো হচ্ছেঃ
◆ Multitasking brain training .
◆ Quick Search brain training .
◆ Math brain training .
◆ Focus brain training .
◆ Colors Vs Brain
◆ Memory Power Training
◆ Left Brain Vs Right Brain
◆ Remember Faces
◆ Concentration
◆ Quick Decision
◆ Grid Memory Challenge
◆ Listening Memory
◆ Word Memory Challenge
◆ Concentration Plus
এগুলোর প্রত্যেকটার ভেতর আবার আলাদা আলাদা রকমের লেভেল রয়েছে। যেখানে প্রতিটি লেভেলই কঠিন থেকে কঠিনতর। এই গেমটি Adults দের জন্যে তৈরি করা হয়েছে।
এই গেমটি খেলার মাধ্যমে আপনি আপনার Multitasking skill, Quick Search skill, Math Skill, Focus Skill, Color Vs Brain, Memory Power, Left Vs Right Brain Improve করতে পারবেন।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার+ বারের মতো আর সেই সাথে গেমটির রেটিং দাঁড়িয়েছে 4.3 ★।
এটিও একটি Offline Game। তাই আশা করছি যারা Data User রয়েছেন তাদের কোনো সমস্যা হবে না।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
3) GAME NAME : BRAIN TEST
GAME DEVELOPER : Unico Studio
GAME LINK : Playstore
GAME SIZE : 102 MB
Game Version : 2.731.0
Game Released Date : November 21, 2019
এই গেমটি আপনাকে আপনার চুল ছিড়তে বাধ্য করবে। কেননা এই গেম এতটাই কঠিন। আপনাকে আপনার সম্পূর্ণ ব্রেইন ব্যবহার করে গেমটি খেলতে হবে।
এখানে মোট ৪২৩ টি লেভেল রয়েছে। প্রতিটি লেভেলই একটি আরেকটির থেকে কঠিন। শুধু কঠিনই না, গেমটিতে এত সুন্দরভাবে Picturized + Animate করে Puzzle গুলো তৈরি করা হয়েছে যে আপনাকে গেমটি খেলতে বাধ্য করবে।
গেমটির Design আমি ১০/১০ দিবো। কেননা গেমটি Hand Painted করে Design করা হয়েছে এমন মনে হয়। বিশেষ করে এর Font গুলো।
গেমটি ছোট থেকে বড় সবাই খেলতে পারবে। ছোটরা গেমটি খেলে মজা পাবে বেশি। কেননা এর এনিমেটেড ক্যারেক্টরগুলো বাচ্চাদের বোঝার সুবিধার্থেই ডিজাইন করা হয়েছে।
গেমটি আপনাকে অনেক ভালোভাবে Trick করে আপনাকে Confusion এ ফেলে দিবে Easily। গেমটি Offline ও।
গেমটি এতটাই ভালো যে গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবারের মতো। আর সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশিবারের মতো আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
2) GAME NAME : Memory Games – Brain Training
GAME DEVELOPER : Maple Media
GAME LINK : Playstore
GAME SIZE : 25 MB
Game Version : 3.9.0(136)
Game Released Date : February 02, 2016
এই গেমটিও আগের গেমগুলো থেকে একেবারে আলাদা। এখানে আপনি বিভিন্ন ধরনের Puzzle Solve করতে পারবেন গেমটিতে।
এখানে মোট ২১ টি লজিক গেমস আপনি পেয়ে যাবেন। গেমটি আপনি Offline এ খেলতে পারবেন। আগের গেমগুলোও আপনি Offline এ খেলতে পারবেন।
Memory Grid, Colors Flexibility, sort the digits, remove shapes এই ধরনের বিভিন্ন রকমের Missions + Puzzles পেয়ে যাবেন আপনি Solve করার মতো।
এত সহজ ভাববেন না। গেমটি যথেষ্ট কঠিন আছে। গেমটি প্লে-স্টোরে ৫০ লক্ষাধিকবারেরও বেশিবারের মতো ডাউনলোড করা হয়েছে এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭৫ হাজার+ আর রেটিং রয়েছে 4.3 ★।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
1) GAME NAME : SKILLZ
GAME DEVELOPER : App Holdings
GAME LINK : Playstore
GAME SIZE : 23 MB
Game Version : 5.2.9
Game Released Date : February 04, 2016
এই গেমটি আগের গেমটি থেকে একটু আলাদা। এখানে Math Solving কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অবশ্য শুধু Math না, Math Related অন্যান্য বিভিন্ন Puzzle নিয়েও গেমটিকে তৈরি করা হয়েছে।
গেমটি আপনি আপনার বন্ধুবান্ধব এবং অন্যান্য Random Player দের সাথেও খেলতে পারবেন। ২ জন থেকে শুরু করে Maximum ৪ জন নিয়ে গেমটি খেলতে পারবেন।
গেমটির মাধ্যমে আপনি আপনার Memory, Reflex, Accuracy, Touch Ability, Speed, Colour Coordination ইত্যাদি Improve করতে পারবেন।
গেমটির প্রতিটি লেভেলেই আপনি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধরনের Challenge দেখতে পারবেন। যতই Level বাড়বে ততই আপনার Difficulty বাড়তে থাকবে।
গেমটি Playstore এ ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার+ বারের মতো।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
আশা করছি এই গেমগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে বিদায় ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….
The post Puzzle Type এর ৫ টি অসাধারন Android Games (Part-1) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xVn9eD0
via IFTTT