ব্লগার দিয়ে ব্লগিং শুরু করার পর দেখা যায় কিছু লিমিটেশন থেকেই যায়।যেমন : সঠিক ভাবে এসইও করা যায় না,কোনো ধরনের প্লাগিন ইনস্টল করা যায় , ব্লগের সম্পূর্ণ অ্যাকসেস আমাদের কাছে থাকে না।অর্থাৎ,কোনো ধরনের নীতিমালা ভঙ্গ করলে তৎক্ষণাৎ ব্যান করে দেয়।তাই ব্লগার দিয়ে সতর্ক ভাবে ব্লগিং করা উচিত।কিন্তু ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এমন কোনো ধরণের লিমিটেশন নেই।আমরা সব ধরণের কাজ প্লাগিন দিয়েই করতে পারি।এর মাঝে কিন্ত এসইও ও বিদ্যমান।অবাক হচ্ছেন?
আমরা চাইলে প্লাগিন এর সাহায্যে আমাদের ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করার জন্যও এসইও ফ্রেন্ডলি করে ফেলতে পারি।এজন্য অনেক প্লাগিন পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস এ প্লাগিন অপশনে যাওয়ার পর। অনেক প্লাগিন রয়েছে, যেগুলো প্রিমিয়াম। এমন প্লাগিন কিন্তু বিগিনার দের পক্ষে কেনা সম্ভব না। কারণ প্লাগিন গুলোর প্রাইস অনেক বেশি। তাই অনেকেই নাল বা ক্র্যাক ব্যবহার করে থাকে, যেটি বিপদজনক।
আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করছেন? তাহলে তো Rank Math প্লাগিন এর নাম অবশ্যই শুনেছেন। এটি হলো একটি এসইও প্লাগিন। যেটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইট সার্চ ইঙ্গিন অপটিমাইজ করে ফেলতে পারবেন। অনেকেই Yoast SEO Plugin ব্যবহার করে থাকে, কিন্ত এখন Rank Math এর ব্যবহারকারীর সংখ্যা একটু বেশি বলা যায়। কারণ, Yoast SEO Plugin এর থেকে Rank Math অনেক এডভান্স। এই প্লাগিন এর ভিতর আপনার ওয়েবসাইট এবং আপনার কন্টেন্ট অন পেজ এসইও করার জন্য যা যা লাগে সব কিছুই পেয়ে যাবেন।
একটি আর্টিকেল লেখার সময় এই প্লাগিনটি আপনাকে সাজেশন দিবে কি কি করলে আপনার কন্টেন্ট এর অন পেজ এসইও স্কোর আরও বেশি করতে পারবেন। প্লাগিনটির ভিতরে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে যা যা লাগে সব পাবেন। যেমন ঃ সাইটম্যাপ , ৪০৪ মনিটর , ইমেজ এসইও , ইনস্ট্যান্ট ইনডেক্সিং , ওয়েব স্টোরি ইত্যাদি। নিচে সবগুল ফিচার দিয়ে দিলাম।
Rank Math Pro Features
- Advanced Google Analytics Integration
- Keyword Rank Tracker
- Tracked keywords
- The Most Advanced Schema Generator
- Import Schema From Any Website
- Speakable Schema
- Google Trends Integration
- Google News SEO Sitemap
- Google Video SEO Sitemap
- Image SEO PRO
- Local SEO PRO With Multi Locations
- WooCommerce SEO PRO
- Complete EDD SEO
- Advanced Post Filtering
- 20 Pre-defined Schema Types
- Automatic Video Detection for Video Schema
- Support for Client Sites
- Google Data Fetch Frequency
- Days to Preserve Google Data
- Client Management
- Track Top 5 Winning Keywords
- Track Top 5 Losing Keywords
- Track Top 5 Winning Posts
- Track Top 5 Losing Posts
- Advanced Content SEO Overview
- Check Ranking Keywords for Each Post
- Position History for Keywords & Posts
- Add Custom Schema Using JSON LD/HTML
- Validate Schema With Google
- Custom Schema Builder
- Add Unlimited Multiple Schemas
- 840 Schema Types Supported
- Automate Schema Implementation
- Dataset schema
- Fact Check Schema
- Carousel Schema
- Mentions & About Schema
- Automatic Q& Schema for bbPress
- Advanced Redirections Module
- Advanced Local SEO Blocks
- Google AdSense Earning History
- Import GSC & GA Data from Particular Country
- Custom Rank Math Settings
- Watermarked Social Media Images
- Advanced Bulk Edit Options
- Complete Import/Export Options
- Complete Elementor Integration
- Import/Export Focus Keywords
- Import SEO Data via CSV File
- Import Redirections Data via CSV File
- Advanced Quick Edit Options
- Detect Orphan Pages
- Single Post Performance Badges
- Automatic Video Data Fill for Video Schema
- Track PageSpeed for Each Post & Page
- Track SEO Performance of Individual Posts
- Sync Redirections to .htaccess
- Noindex Password Protected Pages
- Export 404 Log
- Advanced HowTo Schema
- Mark Cloaked Links as External Links
- Find & Replace Image alt/title/caption Text
- Automate Image Captions
Rank Math Pro GPL
উপরে উল্লিখিত সবগুল ফিচার পেয়ে যাবেন এই প্লাগিনটিতে। আজকে এই প্লাগিনটির GPL ভার্সন শেয়ার করবো আমি। এটি কোনো ক্র্যাক/নাল প্লাগিন না। তাছাড়া আপনি চাইলে প্লাগিনটি ভাইরাসটোটাল দিয়ে স্ক্যান করে নিতে পারেন। এই প্লাগিনটির GPL ভার্সন ব্যবহার করলে আপনার ওয়েবসাইট এবং কন্টেন্ট র্যাঙ্ক করার চান্স বেড়ে যাবে পূর্বের তুলনায়।
GPL সম্পর্কে না জেনে থাকলে এখানে ক্লিক করে উইকিপিডিয়া থেকে GPL সম্পর্কে পড়তে পারেন। GPL লাইসেন্স সহ কোন থিম বা প্লাগিন ব্যবহার করলে আপনাকে কপিরাইট সম্পর্কিত কোনো সমস্যায় পড়তে হবে না এবং ক্র্যাক বা নাল থিম/প্লাগিন ব্যবহার করলে যে ঝুঁকি থাকে তা এরিয়ে চলতে পারবেন।
Rank Math Pro GPL Download
আপনি যদি Rank Math Pro GPL ডাউনলোড করতে চান তবে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর প্লাগিনটি আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ গিয়ে প্লাগিন অপশনে গিয়ে অ্যাড প্লাগিন এ গিয়ে আপলোড করে একটিভেট করে দিবেন। তাহলে আপনি আজ থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে Rank Math Pro প্লাগিন ব্যবহার করতে পারবেন।
টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন TechyBN.com
উপসংহার
এই পোস্টের ভিতর আমি আপনাদের সাথে Rank Math Pro প্লাগিন এর GPL ভার্সন শেয়ার করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তবে মন্তব্য করবেন। এমন আরও প্রিমিয়াম ব্লগার/ওয়ার্ডপ্রেস প্লাগিন এবং থিম লাগলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।সব ধরণের প্রিমিয়াম রিসোর্স পেয়ে যাবেন উক্ত চ্যানেলে। আজকের মত এতটুকুই। আল্লাহ হাফেয।
The post Rank Math Pro v3.0.30 + Free v1.0.108 Plugin ডাউনলোড করে নিন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/7ox2hvs
via IFTTT