আপনার প্রিয় ফোনটি হারিয়ে যাওয়ার আগেই এই অ্যাপ টি ইনস্টল করে নেন ! (সবাইকে দেখার জন্য অনুরোধ) Find my device

হেলো বন্ধুরা কেমন আছেন সবাই??

আশাকরি সবাই ভালোই আছেন।বেশ কিছুদিন পরে আপনাদের জন্য একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের সবার কাজে লাগবে।

পোস্ট এর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকের পোস্ট কি বিষয় নিয়ে।শুরু করার আগে এই অ্যাপ দিয়ে কি কি করতে পারবেন তা জেনে নিইঃ

  • ফেক শাটডাউন
  • ট্রাক (আইপি লোকেশন)
  • ফটো তুলতে পারেন+ভিডিও রেকর্ড+সাউন্ড রেকর্ড করতে পারবেন
  • এলার্ম
  • লস্ট ম্যাসেজ দিতে পারেন সেট করা নাম্বার এ
  • ইমার্জেন্সী মোড অন অফ করতে পারবেন (তাহলে ওর সকল মুভমেন্ট এর ডিটেইলস রিপিটেডলি আপনার সেট করা নাম্বার/ইমেইল এ পেতে থাকবেন।

আর এগুলো আপনি করতে পারবেন রিমোটলি এই অ্যাপ এর সাইট থেকে ।

আসুন শুরু করিঃ

প্রথমে প্লেস্টোর থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন –

এখান থেকে

এবার ওপেন করলে এরকম দেখাবে।নেক্সট বা সুয়াইপ করুন

এবার Get Started এ ক্লিক করুন

এবার সব প্রথমে ফেক শাটডাউন মোড টা অন করে নিন (যেকোন একটা অন করতে গেলে সব পারমিশন নিয়ে নিবে)

এবার Accessibility পারমিশন অন করে দিন

এবার নোটিফিকেশন পারমিশন দিয়ে দিন

এবার Device admin app activate করে দিন

এবার চোরের ছবি তুলার জন্য ক্যামেরা পারমিশন

লোকেশন এর আইপি ট্র্যাক করার জন্য পারমিশন

স্টোরেজ পারমিশন

সাউন্ড রেকর্ড করার জন্য অডিও পারমিশন

যে সিম ই সেট করুক না কেনো, SMS আপনার সেট করা নাম্বার এ ম্যাসেজ পাওয়ার জন্য ম্যাসেজ পারমিশন

অ্যাপটি ব্যাকগ্রাউন্ড এ চলার জন্য (ভালো রেসাল্ট এর জন্য) ব্যাকগ্রাউন্ড পারমিশন দিয়ে দিন

এবার আপনি এখানে সেই ন্মবারটি দিবেন যেই নাম্বার এ আপনি ম্যাসেজ পেতে চান আপনার ফোন হারিয়ে গেলে।শুধু নিচের ঘরে নাম্বার টিপে অ্যাড এ ক্লিক করুন।

এবার একটু নিচে এসে Intruder Selfie অপশন টা অন করে দিন

এবার তার একটু নিচে দেখুন Website নামের একটা অপশন আছে ,রিমোটলি সব অপশন অ্যাক্সেস করার জন্য।অপশনটিতে ক্লিক করুন,তাহলে আপনাকে অ্যাপ এর অপশনগুলো দেখাবে কি কি করতে পারবেন।OK তে ক্লিক করুন তাহলে ওদের ওয়েবসাইট এ একাউন্ট খুলার অপশন পাবেন

এবার শুধু ইমেইল দিন ওপরের বক্স এ ,আর একটা পাসওয়ার্ড বানিয়ে দিয়ে রেজিস্টার এ ক্লিক দিন দিন।দেখুন আমি কিভাবে দিয়েছি

দেখুন আমার এই অপশনগুলো অন হয়ে গেছে।ব্যাস আপনার সব কাজ শেষ।

এবার আসি এদের ওয়েবসাইট এ কিভাবে লগিন করবেন ?

ওদের ওয়েবসাইট লিঙ্কঃ ক্লিক

নিচের মতো লগিন পেজ পাবেন।শুধু আপনার অ্যাপ এ Create করা ইমেইল আর পাসওয়ার্ড লেখে লগিন করে দিন

তাহলেই রিমোটলি কন্ট্রোল করার জন্য সব অপশন পেয়ে যাবেন।এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ব্যবহার করতে পারেন

 

এবার আসি চোর আপনাকে এত সময় দিবে কেন?

চোরেরা সাধারনত ফোন চুরি করার পরপরই ফোন অফ করে দেয়।সেই হিসেবে এই অ্যাপ ইনস্টল করা থাকা ফোনও অফ করবে।কিন্তু ফোন এ হবে ফেক শাটডাউন।এর মানে হচ্ছে একটা নরমাল এন্ড্রয়েড ফোন যেভাবে অফ হয় সেভাবেই অফ হবে আর ফোন ভাইব্রেট ও হবে তাই চোর মনে করবে যে ফোন টি অফ হয়ে গেছে।ঠিক ততক্ষণ পর্যন্ত সময় পাবেন।মেকার ও ফোনটি খুলে ব্যাটারী না খুলা পর্যন্ত অফ করতে পারবে না ।

একনজরে দেখে নিন কিভাবে অফ হবে (রেকর্ড করার মতো ভালো ফোন ছিলো না তাই দুঃখিত)

এখন আরো একটা বিষয় সেটা হলো এতো কিছু তো আর ফ্রি তে দিবে না তাই অ্যাপটি ফ্রি তে ব্যবহার করার জন্য অ্যাড দেখতে হবে।প্রতি অ্যাড এ +২ দিন করে সাবস্ক্রিবশন বাড়বে ।এর জন্য শুধু সেটিং এ ক্লিক করে Subscription এ ক্লিক করুন তাহলেই অ্যাড এর অপশন পেয়ে যাবেন

 

আশাকরি সব বুঝতে পেরেছেন।যদি কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

আমার এর আগের পোস্ট

ট্রিকবিডি থেকে আমার অন্য পোস্টগুলো দেখতে ঘুরে আসতে পারেন আমার ট্রিকবিডি প্রোফাইল থেকে। সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন ,আল্লাহ হাফেজ।

 

The post আপনার প্রিয় ফোনটি হারিয়ে যাওয়ার আগেই এই অ্যাপ টি ইনস্টল করে নেন ! (সবাইকে দেখার জন্য অনুরোধ) Find my device appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/eMrRLDx
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট