এক ওয়েবসাইটেই প্রাকটিস করুন সকল প্রোগ্রামিং ভাষার কোডিং । W3Schools এর সবকিছু – Web Development Course (Class 11)

Hello TrickBD Users

আসসালামুওয়ালাইকুম

কেমন আছেন সবাই ? HTML , CSS & JavaScript এর ১১ তম লিখিত ক্লাসে আপনাকে স্বাগতম ।  যারা আগের ক্লাস টি দেখেন নি তারা এক্ষুনি আমার আগের ক্লাস টি দেখে আসুন । সব ক্লাস গুলো মনযোগ সহকারে না দেখলে বুঝবেন না যে আমি কি বলছি । কারন কোডিং অনেক সেনসিটিভ একটি বিষয় ।

ক্লাস ০১ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি]

ক্লাস ০২ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-02 / Code Editors & Browsers]

ক্লাস ০৩ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-03 / HTML Tags]

ক্লাস ০৪ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-04 – File Type/Extension]

ক্লাস ০৫ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-05 – HTML Basic Structure]

ক্লাস ০৬ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-06 – Headings & Paragraphs । Live Server]

ক্লাস ০৭ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-07 – Img & Anchor Tags]

ক্লাস ০৮ লিংকঃ

অনেক রকম লিস্ট বানান HTML এর মাধ্যমে – HTML , CSS & JavaScript – Full Web Development Written Course [Part 08]

ক্লাস ০৯ লিংকঃ

HTML দিয়ে টেবিল বানানো শিখুন – HTML , CSS & JavaScript – Full Web Development Written Course [Part 09]

ক্লাস ১০ লিংকঃ

HTML এর সাহায্যে Forms বানান – ওয়েব ডেভলপমেন্ট কোর্স (ক্লাস – ১০)

এই ক্লাসে আমরা যা যা শিখবো

  • W3Schools কী ?
  • এখানে কী করা যায় ?
  • কীভাবে করতে হয় ?!

W3Schools কী?

W3Schools হল ওয়েব ডেভেলপারদের জন্য একটি স্কুল, যা ওয়েব ডেভেলপমেন্টের সমস্ত দিক কভার করে ।  এই ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড সকল কোড প্যাকটিস করতে পারবো ।

কোন কোড এর কতগুলো এট্রিবিউট আছে সব জানতে পারবো !

 

আমরা যদি গুগল এ HTML Tags লিখে সার্চ করি তাহলে এই ওয়েবসাইট ই সবার প্রথমে আসবে !

এই ওয়েবসাইটে আমাদের এই কোর্স এর ৩ টি  ভাষাই শিখতে পারা যাবে !

কীভাবে শিখব?

সবার প্রথমে আমরা W3Schools এ প্রবেশ করবো

তারপর Tutorial এ ক্লিক করবো !

এবার আপনি যা শিখতে চান তার উপরে ক্লিক করুন ! ধরুন আমি HTML শিখবো তাই আমি এখানে ক্লিক করলাম !

এরপর ওয়েবসাইটের বাম পাশে দেখবেন HTML এর চোদ্দ গুষ্টি দেওয়া আছে । আপনি যা প্রাক্টিস করতে চান সেখানে ক্লিক করুন !

ধরুন আমি HTML Lists শিখবো !

কীভাবে HTML  দিয়ে লিস্ত বানাতে হয় তা শিখবো !

এর জন্য আমাকে HTML Lists এ ক্লিক করতে হবে !

সেখানে ক্লিক করলে কত ধরনের লিস্ট আছে কীভাবে লিখতে হয় সব দেওয়া আছে

তো এখন ধরুন আমরা Unordered List শিখবো ! তার জন্য Try it Yourself এ ক্লিক করতে হবে ! এবং সেখানে ক্লিক করলে এমন একটি পেজ ওপেন হবে ,

 

যেখানে আমরা একপাশে কোডিং করতে পারবো ! অন্যপাশে তা কেমন রেজাল্ট দিচ্ছে তা দেখতে পারবো !

তো আজ এপর্যন্তই । দেখা হবে পরবর্তী ক্লাসে । আল্লাহ হাফেজ ।

 

কোনো সমস্যা হলে বা প্রতিনিয়ত আপডেটেড থাকতে টেলিগ্রাম গ্রুপে আসুনঃ
Web Journey With SR

 

[Warning: The complete course is written by Saimum Raihan. This course is fully copyrighted to TrickBD Official & Saimum Raihan. Please do not copy, otherwise legal action will attempt. Thank You]

 

The post এক ওয়েবসাইটেই প্রাকটিস করুন সকল প্রোগ্রামিং ভাষার কোডিং । W3Schools এর সবকিছু – Web Development Course (Class 11) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/35feOlC
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট