Hello TrickBD Users
আসসালামুওয়ালাইকুম
কেমন আছেন সবাই ? HTML , CSS & JavaScript এর ২য় লিখিত ক্লাসে আপনাকে স্বাগতম । যারা আগের ক্লাস টি দেখেন নি তারা এক্ষুনি আমার আগের ক্লাস টি দেখে আসুন । সব ক্লাস গুলো মনযোগ সহকারে না দেখলে বুঝবেন না যে আমি কি বলছি । কারন কোডিং অনেক সেনসিটিভ একটি বিষয় ।
ক্লাস ০১ লিংকঃ
ক্লাস ০২ লিংকঃ
এই ক্লাসে আমরা যা যা শিখবো
- HTML ট্যাগস কি !
- কীভাবে লিখতে হয় !
- ট্যাগ কিভাবে সাজাতে হয় !
HTML Tag কী
আপনি যদি একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে চান। ট্যাগ আপনাকে তা করতে সাহায্য করবে।
ট্যাগ দ্বারা একটি এলিমেন্ট বা ওয়েব কন্টেন্ট কেমন হবে তা বোঝানো হয়। ট্যাগ < এবং > এই দুই ব্র্যাকেট/বন্ধনীর মধ্যে লিখতে হয় ।
এগুলি কীওয়ার্ডের মতো যা সংজ্ঞায়িত করে যে ওয়েব ব্রাউজার কীভাবে বিষয়বস্তু ফর্ম্যাট এবং প্রদর্শন করবে ।
কিছু ট্যাগের উদাহরণঃ
এগুলো হলো স্টার্টিং/ওপেনিং ট্যাগ
- </html>
- </head>
- </title>
- </body>
এগুলো হলো ক্লোজিং ট্যাগ
ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ কী
ওপেনিং ট্যাগ মূলত একটি এইচটিএমএল মার্কাপ শুরু করে । যা দুটি ব্র্যাকেট <এবং> এর মধ্যে আবদ্ধ থাকে ।
এবং ক্লোজিং ট্যাগ এ শুধু সেই ব্রাকেট এর মার্কাপ এর সামনে “/” যুক্ত হয় । যেমনঃ </এবং> ।
কিছু ট্যাগের ব্যবহারঃ
Paragraph Tag:
<p>Hello Everyone,
Welcome To TrickBD.Com.This is a paragraph.</p>
রেজাল্টঃ
Hello Everyone,
Welcome To TrickBD.Com.This is a paragraph.
Heading Tag:
<h1>This is a heading</h1>
রেজাল্টঃ
This is a heading
আজ আমরা জানলাম ট্যাগ কী এবং কীভাবে লিখতে হয় এই সম্পর্কে । কিন্তু কোন ট্যাগ ব্যবহার করলে কি হবে তা আমরা আস্তে আস্তে জানতে পারবো ।
আজ এপর্যন্তই দেখা হবে পরবর্তী লিখিত ক্লাসে ।
আসসালামুওয়ালাইকুম
[Warning: The complete course is written by Saimum Raihan. This course is fully copyrighted to TrickBD Official & Saimum Raihan. Please do not copy, otherwise legal action will attempt. Thank You]
Thank You.
The post সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-03 / HTML Tags] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/H8sdBNv
via IFTTT