এক ঘন্টায় কোরআন শিখার সম্পুর্ণ গাইড লাইন [Learn Quran in one hour]

এক ঘন্টায় কোরআন শিখার সম্পুর্ণ গাইড লাইন এই একটি পোস্ট পড়লেই আপনি পেয়ে যাবেন।

আসসালামু আলাইকুম ,

কেমন আছেন ? আসা করা যায় আপনারা সবাই ভালো আছেন ।  আসলে দেখেন আমরা যারা এই পোষ্টটি পড়তে এসেছি তারা সবাই হয়তো কোরআন শিখতে চান ।

আর আমি মনে করি আপনারা যদি এই পোস্ট এ লিখিত  সবগুলো বিষয় মন দিয়ে পড়েন এবং সে অনুযায়ী ফলো করেন তাহলে অবশ্যয় আপনিও শিখে যাবেন।

কেন আমরা কোরআন শিখব ? 

মহাগ্রন্থ আল-কুরআন আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র বড় আমানত।

রসূল মুহাম্মদ (সাঃ)-এর প্রতি সর্বশেষ কিতাব(আল-কুরআন) রমজানের লাইলাতুল কদরে অবতীর্ণ করেন।

দীর্ঘ ২৩ বছরে পূর্ণ কুরআনের নাজিল সম্পন্ন হয়।

কিয়ামত পর্যন্ত কুরআন অপরিবর্তন ও অবিকৃত থাকবে; কারণ আল্লাহ্‌ তা‘য়ালা তাঁর কিতাবের হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন।

আল-কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।

আর যারা এ কিতাবকে ত্যাগ করবে তথা পাঠ করবে না, এর উপর আমল ও এ দ্বারা বিচার ফয়সালা এবং মেনে চলবে না তারা কিয়ামতের মাঠে কুরআন ত্যাগকারী বলে বিবেচিত হবে তখন তাদের বাঁচার উপায় কি হবে???!!!

তাই আমাদের সবাই কে একটু ভাবা উচিত, আচ্ছা আমারা সবই তো শিখছি ! কিন্তু কোরআন কেনো শিখছি না?

এইটা কি খুব কঠিন কিছু মনে হয় আপনার কাছে ?

কিন্তু আল্লাহ্‌ নিজেই বলেছেন কোরআন কে আমাদের জন্য সবচেয়ে সহজ করে দেওয়া হয়েছে । [সূরা কামার:১৭]

আচ্ছা বলেন তো আমরা কি আর এখন সেই আদিম কালের আছি ? আমরা এখন কতই না উন্নত!

কি লাভ হবে যদি এত উন্নত হয়েও আমরা সেই পিছিয়েই থাকি ।

আপনি তো এইখানে শিখতে এসেছেন তাই না ?

তাহলে শিখার অপারচুনিটি পেয়েও কেনো শিখবেন না ।  আপনি কি ভাবছেন আপনাকে আল্লাহ্‌ এই পোস্ট দেখার পরেও না শিখলে প্রশ্ন করবে না ?

কি জবাব দিবেন ?

সারাদিন কত কি না কারেন ১ ঘন্টা নিজের সারা জীবন থেকে আল্লাহর মহান কিতাব পড়ায় ব্যবহার করবেন না। বাহ …

এই প্রতিদান দিয়ে যাচ্ছি আমরা মুসলিম রা আল্লাহকে ।  যিনি যত্ন করে আমাদের কে বানিয়ে লালন পালন করে যাচ্ছে তার জন্যে এই চলছে আমদের ।

 

এই পবিত্র আমানত রক্ষার জন্য আমাদের প্রত্যেকের প্রতি চারটি কাজ জরুরি।

  1. কুরআন মজীদের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা।
  2. কুরআনুল কারীমের যে অর্থ ও তফসীর রাসূলুল্লাহ (সাঃ ) তাঁর সাহবাগণকে শিক্ষা দিয়েছিলেন তাঁদের পরে তাবে‘য়ী ও ইমামগণ তাই শিখে ছিলেন। আমাদেরকেও সেই সঠিক অর্থ ও তফসীর জানা।
  3. সঠিক অর্থ ও তফসীর জেনে প্রতিটি বিষয়ে তার প্রতি যথাযত আমল করা।
  4. নিজেরা আমল করলেই চলবে না বরং অন্যদেরকেও কুরআনের দা‘ওয়াত ও তাবলীগ করা।

কুরআন শিক্ষার জন্য চারটি কাজ:

  • আরবি ভাষার ২৮/২৯টি ব্যঞ্জনবর্ণের সঠিক নাম, সঠিক উচ্চারণ ও একটি অপরটি হরফের মাঝের পার্থক্য জানা।
  • ব্যঞ্জনবর্ণকে পড়ার জন্য তিনটি হ্রস্ব ও তিনটি দীর্ঘ স্বরবর্ণ জানা।
  • স্বরবর্ণের সহযোগী আরো তিনটি স্বরধ্বনি তথা: হস্ চিহ্ন ও দ্বিত্ব চিহ্ন এবং তানবীন জানা।
  • বেশি বেশি করে অনুশীলন করা।
কোরআন শিখার জন্য আমাদের সর্ব প্রথম যে কাজটি থাকবে সেটা হচ্ছে আরবী ব্যঞ্জনবর্ণ  গুলো চিনা।
আপনি কিন্তু জানেন যেকোন ভাষা পড়তে সব সময় সেই ভাষার হরফ গুলো জানতে হয় ।
যেমন বাংলা ভাষা শিখার সময় আমরা অ আ পড়েছি ।
ইংরজী পড়তে ABCD শিখেছি ।
তাই কোরআন শরীফ পড়তে হলেও আমাদের আরবী ব্যঞ্জনবর্ণ / হরফ পড়তে জানতে হবে।  এটা একেবারেই সিম্পল।
আরবী ভাষার মাত্র ২৮/২৯টি হরফ আছে ।  এইগুলো মুখস্ত করা কোন ব্যাপার না ।
আপনি মন দিয়ে ১৫ মিনিট পড়েন আর ১৫ মিনিট লিখেন না দেখে দেখে হয়ে যাবে ।

 

এখন দেখেন আমি আগেই বলেছি এইটা একটা গাইড- লাইন পোস্ট ।

আমি আপনাদের শিখার জন্যে যা যা প্রয়োজন সব দিয়ে দিব । আপনাদের সেই অনুযায়ী শিখতে হবে ।

আপনাদের কাছে একটি রিকুয়েস্ট থাকবে সেটি হচ্ছে এইযে ব্যঞ্জনবর্ণ গুলো দেখছেন পাশেই কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া আছে সেই গুলো দিয়ে নিজে নিজে পড়ার চেষ্টা করুন ।

এখানেই পড়ে মুখস্ত করে ফেলুন  ।

আর আপনি একটি খাতা তে নিজেই না দেখে হরফ গুলো লিখুন । তাহলে আপনার  ৯০% কাজ শেষ হয়ে যাবে।

আপনি যদি বাংলা জানেন অবশ্যই আপনি শিখে যাবেন । একদম সহজ ।

এখন কথা হচ্ছে ,এইটা আমাদের নিজ বাংলা ভাষায় শিখার মত একটি কোর্স হতে যাচ্ছে ।

আমারা যতই যা বলি এই পোস্ট এর মাধ্যমে কিন্তু শিখাতে গেলে আমার অনেক সময় লাগবে হয়তো বিশাল একটি পোস্ট হয়ে যাবে ।

তাই যারা শিখতে চান তারা নিচ থেকে এই বইটি ডাউনলোড করে নিন ।

Download Now

এই বইটি আমি নিজে পড়েছি অনেক অনেক সুন্দর করে লিখা আছে । আর যেকোনো বাংলা জানা মানুষ এই বইটি পড়েই শিখতে পারবে কোরআন ।

বইটির নামঃ শিক্ষক ছাড়া কুরআন শিক্ষার সহজ পদ্ধতি।

বইটি লিখেছেনঃ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল।

 

বই খুবি খুবি জরুরি একটি উপাদান । যেকোনো জিনিস শিখার জন্যে ।

তাই আমাদের এই বইটি Download করে নেওয়া উত্তম হবে ।

 

কিন্তু এখনো হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে শুধু বই দিয়েই কি শিখা সম্ভব ???

তাই তাদের বলতে চাই আমি আগেই বলেছিলাম এটি একটি কমপ্লিট গাইড লাইন তাই নিচে আরও একটি Download  লিংক দিলাম ।

এই Download  লিংকে আপনি একটি ভিডিও পেয়ে যাবেন।

আর এই ভিডিও টা আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল এরি ভিডিও  যেখানে তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ।

আপনারা এখনি Downlaod করে নিন।

আর এই ভিডিওটি মন দিয়ে দেখুন দেখবেন কত সহজ ।

আর পাশাপাশি যারা ভিডিওটি ডাউনলোড করতে চান না তারা এখান থেকেই দেখতে পারেন …।

আগেই বলে দেই আমার চ্যানেল না এইটা। আর আমার উদ্দেশ্য শুধুই আপনাদের সুবিধা মত শিখানোর ।

অনেক ভাইরা আছে যারা বিভিন্ন কোর্স কিনে শিখতে চাইতেছে , অনেকেই আছে যারা এই শিক্ষা কে বিজনেস বানিয়েছে , ধিক্কার জানাই তাদের কে ।

তাদের টাকার অভাব নাই তার পরেও তারা সামান্ন কোরআন শিক্ষা নিয়ে বিজনেস করতেছে ।

আর অনেকেই আছে যারা টাকার জন্যে শিখতে পারে নাই, তাদের বলব ভাই আপনারা এই পোস্ট এ দেখানো গাইড-লাইন ফলো করেন শিখে যাবেন  ইনশাআল্লাহ্‌ ।

পোষ্টটি যদি কারো উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ।

আর আপনারা শেয়ার করে দিন সবার মাঝে, নিজেই শিখবেন?

অন্যকে শিখাবেন না ?????

The post এক ঘন্টায় কোরআন শিখার সম্পুর্ণ গাইড লাইন [Learn Quran in one hour] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/xL5GB6V
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট