সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-02 / Code Editors & Browsers]

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-02 / Code Editors & Browsers]

Hello TrickBD Users

আসসালামুওয়ালাইকুম

কেমন আছেন সবাই ? HTML , CSS & JavaScript এর ২য় লিখিত ক্লাসে আপনাকে স্বাগতম ।  যারা আগের ক্লাস টি দেখেন নি তারা এক্ষুনি আমার আগের ক্লাস টি দেখে আসুন । সব ক্লাস গুলো মনযোগ সহকারে না দেখলে বুঝবেন না যে আমি কি বলছি । কারন কোডিং অনেক সেনসিটিভ একটি বিষয় ।

ক্লাস ০১ লিংকঃ

সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-01 / HTML পরিচিতি]

এই ক্লাসে আমরা যা যা শিখবো

  • কত রকমের ডকুমেন্ট এডিটর আছে
  • কোন ডকুমেন্ট এডিটর এই পুরো কোর্স এ ব্যবহৃত হবে এবং তার সুবিধা
  • কোন ব্রাউজার ব্যবহার করবো ।

Code/Doccument Editors

Doccument দ্বারা আমি বোঝাচ্ছি এই কোর্স এ যে ৩ ভাষা শেখানো হবে এই গুলোর ডকুমেন্ট । অর্থাৎ HTML , CSS , JavaScript ।

অনেক রকমের ডকুমেন্ট এডিটর রয়েছে

Dialog Image

যেমনঃ Notepad , Notepad++, Visual Studio Code, Sublime Text , Atom ইত্যাদি ।

যার মধ্যে আমরা এই কোর্স এ Visual Studio Code ব্যবহার করবো কারণ এই অন্য সকল কোড এডিটর এর থেকে এই এডিটর সবথেকে এডভান্স ,  কেনো এডভান্স তা আপনারা এমনিতেই বুঝে যাবেন যখন আমি মূল কোডিং এ যাবো ।

Visual Studio Code / VS Code

Visual Studio Code, সাধারণভাবে VS Code নামেও পরিচিত, এটি Windows, Linux এবং MacOS এর জন্য Electron Framework সহ মাইক্রোসফ্ট দ্বারা তৈরি একটি Code Editor। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে । বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডিবাগিং, সিনট্যাক্স হাইলাইটিং, বুদ্ধিমান কোড সমাপ্তি, স্নিপেটস, কোড রিফ্যাক্টরিং এবং এমবেডেড গিট-এর সাপোর্ট।

Click Here To Download VS Code

এবার কথা বলি ব্রাউজার নিয়ে

Browsers

ব্রাউজার হল একটি সফ্টওয়্যার যা ওয়েব পেজ ভিজিট করতে সাহায্য করে। এটি ইন্টারনেট থেকে সেই ওয়েব পেজগুলি ডাউনলোড করে এবং আপনার কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শন করে৷ ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, ফায়ারফক্স ইত্যাদির মতো বিভিন্ন ব্রাউজার রয়েছে।

ব্রাউজার এর কাজ কি?

ব্রাউজার হল একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ওয়েব সার্ফ করতে ব্যবহৃত হয়। এটি এইচটিএমএল পেজ, টেক্সট ফাইল, ছবি, মাল্টিমিডিয়া ফাইল, স্ক্রিপ্ট এবং জাভা অ্যাপলেটের মতো সমস্ত ওয়েব-সম্পর্কিত সংস্থান প্রদর্শন, আপডেট এবং ইন্টারঅ্যাক্ট করতে ব্যবহৃত হয়। এটি টেক্সট, ইমেজ ইত্যাদি আকারে আউটপুট প্রদান করে। এটি একটি ওয়েব সার্ভার হিসেবেও কাজ করে। ব্রাউজারগুলি ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করা বিষয়বস্তু ব্যাখ্যা করে এবং প্রদর্শন করে। কিছু জনপ্রিয় ব্রাউজারগুলো হল মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি ইত্যাদি।

ব্রাউজার কিভাবে কাজ করে?

ব্রাউজার হল ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যার। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এমনকি মোবাইলের মতো বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ব্রাউজার উপলব্ধ। একটি ব্রাউজার HTML (হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ), CSS (ক্যাসকেডিং স্টাইল শীট) এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ওয়েব পেজ প্রদর্শন করে।

ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স এবং ক্রোম কিছু জনপ্রিয় ব্রাউজার। ইন্টারনেট সার্ফিং করার সময়, আপনি যদি এমন একটি ওয়েবসাইট দেখেন যা প্রদর্শন করা যায় না, তবে সম্ভবত এটি ঘটেছে কারণ ব্রাউজারটি সেই নির্দিষ্ট ধরণের ওয়েব পেজটিকে সাপোর্ট করে না।

ব্রাউজার ইন্টারনেটের একটি ইন্টারফেস হিসাবে কাজ করে এবং ব্যবহারকারীর কাছ থেকে একটি অনুরোধ পায়। এটি তারপর ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং একটি ওয়েব পেজের অনুরোধ করে। ব্রাউজার তারপর ফলাফল পেজটি নেয় এবং এটিকে একটি ইন্টারনেট পেজে ফর্ম্যাট করে যা মনিটরে প্রদর্শিত হতে পারে। ব্রাউজার এইচটিএমএল ফরম্যাটেড টেক্সট তৈরি করে এবং ব্যবহারকারীর কাছে ফেরত পাঠায়।

কয়েকটি ব্রাউজার এর উদাহরণ

সবচেয়ে সাধারণ ব্রাউজার হল Firefox, Chrome এবং Safari। ফায়ারফক্স ওপেন সোর্স এবং বিনামূল্যের একটি ব্রাউজার, এটি একটি আকর্ষণীয় ব্রাউজার। Google Chrome খুব দ্রুত, দক্ষ, সহজ এবং নিরাপদ। সাফারি বেশ ভালো এবং বিনামূল্যেও। তিনটির মধ্যে নির্বাচন করা মূলত ব্যবহারকারীর পছন্দের বিষয়।

 

আমরা এই কোর্সে কোন ব্রাউজার ব্যবহার করবো ?

আমরা এই কোর্স এ Chrome ব্রাউজার ব্যবহার করবো কারণ এর অনেক ভালো দিক রয়েছে যা আমি পরবর্তীতে আলোচনা করবো ।

 

এই ক্লাস এই পর্যন্তই । বাকি ব্যাপার আগামীতে আলোচনা করবো । ট্রিকবিডির সাথেই থাকুন ।

ধন্যবাদ

আসসালামুওয়ালাইকুম

The post সম্পূর্ণভাবে HTML । CSS । JavaScript শিখে হয়ে যান দক্ষ ওয়েব ডেভেলপার – For Begginers To Advance [Part-02 / Code Editors & Browsers] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ETMiA45
via IFTTT

আপনার ফোনে একাধিক বিকাশ ক্লোন করে ব্যবহার করুন | AFTER UPDATE BKASH CLONING PROBLEM SOLVED | A10/A11/A12/A13 ALL DEVICE WORKED!

আপনার ফোনে একাধিক বিকাশ ক্লোন করে ব্যবহার করুন | AFTER UPDATE BKASH CLONING PROBLEM SOLVED | A10/A11/A12/A13 ALL DEVICE WORKED!










“____ আসসালামু আলাইকুম ____”
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।


অনেকদিন পর লিখতে বসলাম । গুছিয়ে লিখতে পারবো কিনা জানিনা আশাকরি ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন ।

আমরা সবাই ইতিমধ্যে জানি এবং একটা প্রবলেম ফেইস করতেছি বিকাশ লাস্ট আপডেট হওয়ার পর থেকে আমরা বিকাশ ক্লোন করে চালাতে পারছি না । শক্তিশালী মজবুত ভাবে ক্লোন করার পরেও ক্লোন বিকাশ কাজ করে না ।
তো আজকে এটার সমাধান নিয়ে এসেছি । আমি ট্রিকবিডি তে ইনঅ্যাক্টিভ তাই জানি না এটা নিয়ে কেউ পোষ্ট করেছে কিনা আমি সার্চ করে দেখেছি পোষ্ট পাইনি তাই পোষ্টটি লিখা ।

অতিরিক্ত কথা কারো ভালো লাগে না তাই বেশি কথা বাড়াতে চাচ্ছি না । সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি ।

প্রথমে নিচের লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন ।

2ME – DETAILS

Name____2ME

Size____5.63 MB

Modded By____Eagle EYE

Supported Device____32/64 Bit

Uploads On____Telegram


ডাউনলোড শেষে অ্যাপটি ইনস্টল করুন আগেই ওপেন করিয়েন না । কিছু পারমিশন দিতে হবে । তো নিচের স্ক্রিনশট গুলো ফলো করে পারমিশন গুলো দিয়ে দিন ।


SCREENSHOTS

প্রথমে অ্যাপে লং প্রেস করে অ্যাপ ইনফো তে যান

তারপর Permission ক্লিক করুন

এখন আমাদের দুইটি পারমিশন দিতে হবে, SMS & Additional Permission তো প্রথমে SMS পারমিশন দেই
SMS ক্লিক করুন

Allow ক্লিক করুন

এখন ব্যাকে এসে Additional Permission ক্লিক করুন

এখন এই দুটো পারমিশন দিয়ে দিন


আর কিছু করতে হবে না । এখন সব কেটে অ্যাপটি ওপেন করুন যেসব পারমিশন চাইবে সেগুলো দিন ।


এখন + আইকনে ক্লিক করুন

এখন bKash অ্যাপ Add করুন (+ ক্লিক করুন)

এখন বিকাশ অ্যাপ ওপেন করুন
কিছু ফোনে Location পারমিশন দিলে অ্যাপ কেটে যায় কাজ করে না । তো এরকমটা আপনার ফোনে হলে তখন লোকেশন পারমিশন অফ করে ট্রাই করবেন.

এখন নরমাল ভাবে বিকাশ অ্যাপ লগিন করুন । এগুলো আর দেখাচ্ছি না । জাস্ট ওটিপি ভেরিফাই দেখাচ্ছি । অন্যান্য ক্লোনার গুলোতে বিকাশ ক্লোন হলেও ওটিপি ভেরিফাই হয় না তাই এটার প্রুফ দিচ্ছি ।

OTP verified



Login Successful


আপনি চাইলে আপনার অন্যান্য বিকাশ অ্যাকাউন্ট গুলো ইউজ করতে পারেন । এভাবে একটা করে বিকাশ ক্লোন করবেন আর লগিন করবেন । তবে এটা মনে রাখতে হবে সিম স্লট -১ এ যে সিম থাকবে সেটা কখনো বের করে বিকাশ ইউজ করতে পারবেন না , কিন্তু সিম স্লট -২ এ আপনি আপনার অন্যান্য সিম ঢুকিয়ে বিকাশ লগিন করে নিবেন এরপর সিম খুলে রেখেও বিকাশ ইউজ করতে পারবেন । উপরের স্ক্রিনশট দেখুন আমার ৩ টি বিকাশ অ্যাকটিভ করা ।

JOIN MY TELEGRAM CHANNEL


Contact


Facebook ___https://m.facebook.com/iamhqshakibpro


Messenger ___https://m.me/iamhqshakibpro


The post আপনার ফোনে একাধিক বিকাশ ক্লোন করে ব্যবহার করুন | AFTER UPDATE BKASH CLONING PROBLEM SOLVED | A10/A11/A12/A13 ALL DEVICE WORKED! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/CL1Nljy
via IFTTT

এবার আপনার হোম স্ক্রিন এই দেখাবে আপনি দিনে কতক্ষণ ফোন ব্যবহার করেছেন , এবং কি কি ব্যবহার করেছেন।

এবার আপনার হোম স্ক্রিন এই দেখাবে আপনি দিনে কতক্ষণ ফোন ব্যবহার করেছেন , এবং কি কি ব্যবহার করেছেন।

আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ? আশা করি বেশ ভালোই আছেন , সারাদিন কি শুধু ফোন ই ব্যবহার করেন না অন্য কিছুও করেন 

 

অনেকেই আছে সারা রাত দিন বেশির ভাগ সময় ই মোবাইল এর পিছনে কাটিয়ে দেয় । অনেকেরই বাচ্চা সারাদিন লুকিয়ে লুকিয়ে ফোন ইউজ করে , তো মূলত তাদের জন্যই আজকের পোস্ট টি করা ,

 

এই ছোট্ট ট্রিক টির মাধ্যমে হোম স্ক্রিন এই দেখতে পারবেন আপনার ফোন টি দিনে কতক্ষণ ব্যবহার করা হচ্ছে , এবং কোন অ্যাপ বা কোন ওয়েবসাইট কতক্ষণ চালানো হয়েছে, এবং সেগুলোর লিমিট ও করে দিতে পারবেন । 

 

তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে কি করতে হবে । 

 

প্রথমে হোম স্ক্রিন এ একটু টিপ দিয়ে ধরে থাকুন , এরপর কিছু অপশন আসবে যেমন ওয়ালপেপার , আইকন , লেয়াউট, ইত্যাদি , ওখান থাকে আপনারা Widgets অপশন এ চলে যাবেন ।

 

 

 

তারপর একটু নিচে বা সাইড এ স্ক্রল করে এই Digital Wellbeing – Your Screen Time খুঁজে বের করুন। 

 

 

তারপর টিপ দিয়ে ধরে আপনার হোম স্ক্রিন এ নিয়ে ছেড়ে দিন , অবশ্যই হোম স্ক্রিন ফাঁকা রাখবেন বা নতুন পেজ তৈরি করে নিবেন

 

 

ওটা একটু টিপ দিয়ে ধরে নিজের ইচ্ছা মত রিসাইজ করে নিতে পারবেন । 

 

 

এবার এখন যদি ওটার মাঝখানে ক্লিক করেন তো আপনাকে পুরো ডিটেইলস ই দেখিয়ে দিবে । কোন অ্যাপ বা ওয়েবসইট কতক্ষণ ইউজ করেছেন । 

 

 

 

তো ভালো থাকুন সবাই। আজ এই পর্যন্তই , আর একটু কম কম করে ফোন চালাবেন । বেশি আসক্ত হইয়েন না । 

The post এবার আপনার হোম স্ক্রিন এই দেখাবে আপনি দিনে কতক্ষণ ফোন ব্যবহার করেছেন , এবং কি কি ব্যবহার করেছেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/vbg5HWC
via IFTTT

Lightroom Photo & Video Editor ফ্রি ভার্সন থেকে Pro ভার্সন বানাবেন মাত্র ১০ মিনিটে। আর হয়ে যান মোডার। ( Part-14 ) এবং Viber 7 Days Giveaway Unlimited

Lightroom Photo & Video Editor ফ্রি ভার্সন থেকে Pro ভার্সন বানাবেন মাত্র ১০ মিনিটে। আর হয়ে যান মোডার। ( Part-14 ) এবং Viber 7 Days Giveaway Unlimited












সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।


জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Lightroom Photo & Video Editor প্লে স্টোর থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করে Premium ভার্শন বানাবেন.. কোন প্রকার বিজ্ঞাপন দেবেনা আরো অনেক ফিউচার পাবেন।…. প্রিমিয়াম ভার্শন বানানোর জন্য MT Manager And NP Manager দুইটি অ্যাপস লাগবে। নিচে ডাউনলোড লিংক দেয়া হয়েছে।


* প্রধান প্রধান ফিচার গুলি হচ্ছে। *

★ Premium / Paid features unlocked
★ Disabled / Removed unwanted Permissions + Receivers + Providers + Services
★ Ads links removed and invokes methods nullified
★ Google Play Store install package check disabled
★ Debug code removed
★ Analytics / Crashlytics / Firebase disabled
★ No active trackers or advertisements
★ No Adobe ID Account Required


আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

Lightroom Premium No Login ডাউনলোড লিঙ্কঃ(Mega)


HTML tutorial

N——————————————————————————-S

Lightroom Pro Login ডাউনলোড লিঙ্কঃ(Mega)


HTML tutorial

N——————————————————————————-S

MT Manager ডাউনলোড লিঙ্কঃ(Mega)


HTML tutorial

N——————————————————————————-S

NP Manager ডাউনলোড লিঙ্কঃ(Mega)


HTML tutorial

N——————————————————————————-S

**কিভাবে Lightroom Photo & Video Editor ফ্রী ভার্শন ডাউনলোড করে প্রো ভার্শন বানাবেন. **

* আনলক — লগিন সিস্টেম রিমুভ *

প্রথমে প্লে স্টোর থেকে Lightroom Photo & Video Editor ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করুন।

তারপরে অ্যাপস এর ভিতরে দেখুন অনেক ফিচার আনলক আছে। সেখানে ক্লিক করলে এরকম আসে এটা বাইপাস করে দেখাবো আজকে।

তারপর উপরের ডাউনলোড লিংক থেকে mt ম্যানেজার এবং np ম্যানেজার টি ডাউনলোড করে ইনস্টল করে mt ম্যানেজারটি ওপেন করুন।

তারপর উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

extract apk তে ক্লিক করুন।

তারপরে দেখবেন আপনার ইনস্টল করা সবগুলো এপ্স আছে ওখান থেকে PicsArt ক্লিক দেন।

EXTRACT APK তে ক্লিক করুন।

Locate তে ক্লিক করুন।

Lightroom extract করাতে ক্লিক করুন।

view তে ক্লিক করুন।

base.apk লেখা তে চেপে ধরুন।

extract তে ক্লিক করুন।

Ok বাটনে ক্লিক করুন।

তারপরে দেখবেন ডানপাশে base.apk এ্যাপস চলে এসেছে। তারপরে mt ম্যানেজারটি মিনিমাইজ করুন।

NP ম্যানেজারটি ওপেন করুন।

NP ম্যানেজারটি ডান পাশে base.apk উপরে ক্লিক করুন।

function ক্লিক করুন।

Remove signature verification ক্লিক করুন।

Kill signature verification ++2.0 তে ক্লিক করুন।

simple apk তে ক্লিক করুন।


base_kill2.apk নামে একটা অ্যাপস আসবে।তারপর মিনিমাইজ থেকে এমটি ম্যানেজার টি ওপেন করুন।

উপরের base.apk অ্যাপস টা চেপে ধরুন।

ডিলিট বাটনে ক্লিক করুন।

base_kill2.apk চেপে ধরুন।

Rename বাটনে ক্লিক করুন।

base.apk লিখে নিচের ok বাটনে চাপ দেন।

তারপর base.apk উপরে চেপে ধরে Add বাটনে ক্লিক করুন।

ok বাটনে চাপ দেন।

তারপর মিনিমাইজ থেকে np manager টি ওপেন করুন।

MT2 ফোল্ডারে ঢুকুন।

Lightroom তে ক্লিক দেন।

convert to APK তে ক্লিক করুন।

তারপর মিনিমাইজ থেকে এমটি মেসেঞ্জারটি ওপেন করুন।

Lightroom apk তে ক্লিক করুন।

View চাপ দেন।

classes.dex ক্লিক করুন।

dex editor Plus ক্লিক করুন।

Select all ক্লিক করে ok বাটনে চাপ দেন।

SEARCH বাটনে ক্লিক করুন।

start a new search ক্লিক করুন।

THUser লিখে নিচের স্ক্রিনশটে দেখানো ওখানে টিক চিহ্ন দিয়ে নিচের ওকে বাটনে ক্লিক করুন।

com.adobe.lrmobile.thfoundation.library সিরিয়ালে আসবেন।

const-string v0, “THUser” লেখার উপরে চাপ দেন।

তারপর একটু উপরে দেখবেন C0()Z লেখা আছে।

C0 তে চেপে ধরে নিচের goto তে ক্লিক করুন।

একটু নিচে f()Z লেখা আছে।

f() তে চেপে ধরে নিচের goto তে ক্লিক করুন।

const/4 v0, 0×0 এখানে আসবেন।

const/4 v0, 0×1 লিখে উপরের সেভ বাটনে ক্লিক করুন।


* আনলক প্রিমিয়াম সিস্টেম রিমুভ *



ব্যাক করে STRINGS ক্লিক করুন।

Filter চাপ দেন।

premium লিখে নিচের ok বাটনে ক্লিক করুন।

তারপর নিচে ছোট হাতে প্রিমিয়াম লেখাতে ক্লিক করুন।

নিচের সার্চ অপশনে ক্লিক করুন।

u3 ফোল্ডার থেকে const-string v2, “premium” লেখার উপরে চাপ দেন।

একটু উপরে e()Z আছে দেখুন।

e() চেপে ধরে নিচের goto তে চাপ দেন।

নিচে q()Z লেখা আছে।

q() চেপে ধরে নিচের goto তে চাপ দেন।

const/4 v0, 0×0 এখানে আসবেন।

const/4 v0, 0×1 লিখে উপরের সেভ বাটনে ক্লিক করুন।


* আনলক discover রিমুভ *


ব্যাক করে STRINGS ক্লিক করুন।

Filter চাপ দেন।

discover লিখে নিচের ok বাটনে ক্লিক করুন।

lr_discover ক্লিক করুন।

নিচের সার্চ বাটনে ক্লিক করুন।

const-string v2, “lr_discover” লেখার উপরে চাপ দেন।

একটু উপরে w()Z লেখা আছে।

w চেপে ধরে নিচের goto বাটনে ক্লিক করুন।

নিচের t()Z চেপে goto বাটনে ক্লিক করুন।

নিচের const/4 v0, 0×0 এখানে আসবেন।

const/4 v0, 0×1 লিখে উপরের সেভ বাটনে ক্লিক করুন।

তারপর ব্যাক করুন তারপর save and exit ক্লিক করুন।

auto sign টিক দিয়ে ok বাটনে ক্লিক করুন।

তারপর প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করছিলেন ওটা আনইন্সটল করে দেন।

তারপর এমটি ম্যানেজারের lightroom টা ক্লিক করুন।

ইন্সটল বাটনে ক্লিক করুন।

ইনস্টল হয়ে গেলে ওপেন করুন ওপেন করে দেখুন কোন লগইন ছাড়া ভিতরে ঢুকে গেছে।

দেখুন সবকিছু প্রিমিয়াম অ্যাক্টিভ হয়ে গেছে।

তারপর যে কোন একটা ছবি এড করে নিচের masking আর healing আনলক হয়ে গেছে।

দেখুন কাজ করতেছে সব কিছু।

দেখুন কাজ করতেছে সব কিছু।

Geometry এটাও আনলক হয়ে গেছে।

discover ঠিক আছে।

হাই কোয়ালিটি ফটো সেভ done….


বাংলাদেশ সহ বিশ্বের ৬০ টা দেশের যেকোন নম্বারে আনলিমিটেড কথা বলুন সাত দিনের জন্য। শুধুমাত্র মোবাইল নাম্বার দিলে এক্টিভ করে দিব। viber apk লাগবে। আর viberr কিভাবে খুলতে হয় শিখান এসব extra মেসেজ কেউ দিবেন না শুধু মাত্র খুলে দিতে পারবো। আর অবশ্যই নতুন নাম্বার দিবেন এর আগে যেটা দিয়ে খোলা হয়নি।

যাদের লাগবে নিচের মেসেঞ্জারে ক্লিক করে মোবাইল নাম্বারটা দিবেন।


যোগাযোগঃ



Messenger– https://m.me/420mehedi420

The post Lightroom Photo & Video Editor ফ্রি ভার্সন থেকে Pro ভার্সন বানাবেন মাত্র ১০ মিনিটে। আর হয়ে যান মোডার। ( Part-14 ) এবং Viber 7 Days Giveaway Unlimited appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/NardikZ
via IFTTT