আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকের টপিক কি সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক।
যদি ও beef নিয়ে পোস্ট আছে আর সেটা kali দিয়ে করছে সাথে ব্যবহার করেছে পিসি কিন্তু আমি দেখাবো মোবাইল দিয়ে।
যদিও beef নিয়ে পোস্ট আছে তাই আমি কিছু বলবো না সরাসরি কাজে চলে যাই।
প্রথমে আমাদের যা যা দরকার হবে তাহলো :
- Internet
- Termux (F-Droid থেকে ডাউনলোড করা)
- Storage (200-400 Mb) পর্যন্ত।
প্রথমে আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।
pkg update -y
pkg upgrade -y
এখন আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করবো।
pkg install curl wget libyaml libxslt bison espeak ruby python nodejs
এখন আমরা গিটহাব থেকে beef প্যাকেজটি ডাউনলোড দিবো।
git clone https://ift.tt/sYcf5jO
এখন gem libraries ঠিক করে দিবো।
gem install nokogiri — –use-system-libraries
কিছুক্ষণ আগে যে গিটহাব থেকে beef প্যাকেজ ডাউনলোড করছি সেটার ভিতরে প্রবেশ করবো।
cd beef
এখন আমরা wget প্যাকেজ ইনস্টল করবো যাতে একবার করলেই সব ওকে হয়ে যায় তার জন্য।
wget https://ift.tt/STxoWCz bash beef-termux.sh
প্যাকেজ ইনস্টল হয়ে গেলে আমরা nano ইনস্টল দিবো।
nano install
এখন আমরা check_os or check_Ruby_version এই লাইন রিমুভ করে দিবো।
তারপর মার্ক করা দুইটা sudo বাদে যত sudo থাকবে তাদের রিমুভ করে দিবো।
সব করার পর আমাদের সেইভ করতে হবে তার জন্য আমরা CTRL + X+Y ইন্টার ।
এখন আমরা beef টুলসটি ইনস্টল দিবো।
bash install
এই রকম আসলে আমরা Y দিয়ে ইন্টার দিবো।
দেখতেই পাচ্ছেন আমার beef ইনস্টল হয়ে গেছে ।
এখন কথা হচ্ছে আমরা কিন্তু beef login করতে পারবো না কারণ আমাদের user or pass নাই। তাই আমাদের নিজেদের মতো করে user or pass দেওয়ার জন্য আমরা নিচের কমান্ড রান করবো।
nano config.yaml
User or passwd ইচ্ছে মতো দিয়ে সেইভ করে নিবেন তার জন্য CTRL +X+Y ইন্টার দিবেন।
এখন আমরা beef রান করবো ।
./beef
দেখতে পাচ্ছেন সার্ভার রান হয়ে গেছে। মার্ক করা আইপি দিয়ে ব্রাউজারে লগইন করতে হবে।
দেখতে পাচ্ছেন লগইন পেইজ চলে আসচ্ছে। তখন আপনি যেই user or pass দিছেন সেটা দিয়ে লগইন করবেন ।
দেখতে পাচ্ছেন আমার আইপি দেখাচ্ছে।
যদি আপনারা beef নিয়ে পরবর্তী পোস্ট চান তাহলে অবশ্যই জানাবেন ।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।
The post কিভাবে termux এ beef ইনস্টল করবেন চলুন দেখে আশা যাক। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/vQfJ6iZ
via IFTTT