জাভা মোবাইল দিয়ে মেসেন্জার গ্রুপ খুলুন [একদম সহজে]

HELLO Trickbd Visitor’s

At First, Take My Salam with more greettings & congratulations

I HOPE Very Good All.
I’m too.

TODAY, I Explain That :

জাভা মোবাইল দিয়ে কিভাবে মেসেন্জার গ্রুপ খুলবেন

তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে আসি

Main Work :

তো প্রথমেই আপনাকে জাভার ১টি অপেরাতে ফেসবুক আইডিটি (যে আইডির মাধ্যমে মেসেন্জার গ্রুপ খুলতে চাঁন) লগ ইন করুন ।
লগ ইন করার পর আপনাকে ফেসবুক হোমপেজে নিয়ে যাওয়া হবে ।
নিচের মতো

লক্ষ করুন (উপরের SS তে) এখানে“Home, Profile, Messages, Notification, Chat, Pages, COVID-19, Group, Menu” ইত্যাদি অপশন রয়েছে । তো এখান থেকে Messages অপশনটিতে চাপ দিন ।
এরপর নিচের মতো দেখতে পারবেন ।

এরপর এখানে (ফেসবুক হেডারের একটু নিচে) NEW GROUP অপশন টিতে চাপ দিন ।

চাপ দেওয়ার পর নিচের মতো দেখতে পারবেন ।

বি.দ্রঃ নিচের SS টিতে আমি সিলেক্ট করে নিয়েছি

তো এখানেই হলো আসল কাজ । আপনি যে মেসেন্জার গ্রুপটি খুলতে চাচ্ছেন, তো সেখানে যাদেরকে এড করতে চাঁন । তাদেরকে এখান থেকে সিলেক্ট (মেম্বার) করে নিন ।

NOTE :
যাদেরকে সিলেক্ট করতে চাঁন, তাদেরকে (উপরের SS লক্ষ্য করুন) পেজটির সর্ব উপরে থাকা SEARCH বক্সের মাধ্যমে তাদের আইডি (যাদেরকে এড করতে চাঁন) সার্চ করুন + সিলেক্ট করুন । এভাবে ১টার পর ১টা নাম সার্চ করে সিলেক্ট করুন । এভাবে যাদেরকে এড করতে চাঁন, তাদের আইডির নাম সার্চ করে সিলেক্ট করুন । আশা করি বাকিটুক আর বলতে হবেনা, পারবেন ইনশাআল্লাহ । (না পারলে কমেন্টে জানাবেন)

এরপর পেজটির একেবারে নিচে যান, দেখবেন লেখা বড়ো DONE লিখা, ঐটাতে চাপ দিন ।
নিচের মতো

বন্ধুরা, এখননিচের SS ২টি লক্ষ্য করুন

মনোযোগ দিয়ে দেখবেন, এখানে লেখালেখির জন্য ১টা বক্স পাবেন ।
নিচের মতো

তো যারা জাভা ইউজাররা রয়েছেন, তারা অবগত আছেন যে, জাবা দিয়ে কিভাবে মেসেন্জারে কথা বলতে হয় । তো উপরে দেওয়া SS টায় লেখালেখির জন্য যে বক্স’টা পেয়েছেন , ঐ বক্স’টায় চাপ দিন । তারপর মনের মতো করে যা ইচ্ছা লিখুন (আবুল-তাবুল’ও লিখতে পারেন । আমি Frnds লিখলাম । নো প্রবলেম মনে যা চাই লিখুন । লেখার পর কল বাটনের উপরের বাটন চেঁপে আগের ইন্টারফেস এ ফিরে আসুন । তারপর SEND অপশনে চাপ দিন ।
না বুঝলে নিচের SS দেখুন

চাপ দেওয়ার পর নিচের SS এর মতো আসবে লক্ষ্য করুন

এখন, উপরের SSটি’তে আবারো লক্ষ্য করুন ।

দেখুন, ফেসবুক হেডারের ঠিক নিচে দেখুন (Sp Aslam and 3 others) (এইটা লিখা) । (আপনারা যাদের এড করবেন, তাদের নাম দেখাবে যেমন : আমার এখানে Sp Aslam দেখাচ্ছে) ।
এর মাঝে লক্ষ্য করে দেখবেন যে, “3 others” লেখাটি ১টি অপশনের মতো দেখাচ্ছে । ঐটাতে চাপ দিন + নিচের SS ফলো করুন

তো (3 others) চাপ দেওয়ার পর দেখবেন ।
নিচের মতো

উপরের SS টি’তে, ফেসবুক হেডারের ঠিক নিচেই ১টি বক্স এবং ঠিক তার নিচে Set Name নামের ১টি অপশন ।
খালি বক্সটাতে গ্রুপের নাম (পছন্দমতো) দিন । যেমন : আমি Love Friends দিয়েছি । আপনারা আপনাদের ইচ্ছামতো দিন । এরপর বক্সটির নিচে অর্থ্যাৎ Set Name এ চাপ দিন
নিচের মতো

Set Name এ চাপ দেওয়ার পরেই দেখবেন আপনার মেসেন্জার গ্রুপ তৈরি হয়ে গেছে ।

এখন আপনার ইচ্ছা মতো মন খুলে বন্ধুদের সাথে কথা বলুন ।

তো বন্ধু আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন ।

Thanks !!

যেকোনো প্রয়োজনে Shawon Ahmed Shan আমি

The post জাভা মোবাইল দিয়ে মেসেন্জার গ্রুপ খুলুন [একদম সহজে] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/OQ80t9e
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট