অনলাইন থেকে যে কোন পন্য কেনার আগে সকল দিকে ভেবে পন্য কিনুন।

  • আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

বাংলাদেশ ডিজিটাল হওয়ার ফলে আমাদের সকল কাজ এখন আমরা ঘরে বসে খুব সহজে করতে পারি। অনলাইনে ঘরে বসে যেকোন পন্য অর্ডার করলে খুব সহজে আমরা পেয়ে যাই। আবার অনেক সময় এই পন্য গুলো ঠিক ভাবে বুঝিয়ে পাই না। অনলাইনে যেকোন পন্য অর্ডার করার আগে আমাদের কিছু বিষয় ভাবতে হবে। আজকে আপনাদের অনলাইন থেকে পন্য কেনার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 
আর্টিক্যালটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়বেন। 

জামা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সহ অনেক কিছুই আমরা অনলাইনে অর্ডার করে পেয়ে থাকি। এমন কি খাবার ও এখন অনলাইনে অর্ডার দিলে খুব সহজে আমরা পেয়ে থাকি।
অনেক সময় অনলাইনে অর্ডার দিলে দেখা যায় আমাদের থকতে হয়।
আমাদের কিছু বিষয় মাথায় রেখে অনলাইনে অর্ডার করা উচিৎ। তাহলে আমাদের আর থকতে হবে না।

আমরা যে পন্য অর্ডার করতেছি সে পন্য আমরা অবস্যই কোনো না কোনো এপ্স বা ওয়েবসাইট এর মাধ্যমে করব।তাই আগে আমাদের অনেক বেশি যে টার দিকে মনোযোগ দিতে হবে তা হলো আমরা যে ওয়েবসাইট বা এপ্স দিয়ে পন্য অর্ডার করব সে টা কতটা বিশ্বাসযোগ্য।

Daraz, Amazon 


এরকম কোম্পানি সাধারণত খুব কম ই থকায় লোকদের। তারপর ও অনেক সময় এসব কোম্পানি থেকে পন্য কিনলেও আসল পন্য পাওয়া যায় না।

ফেসবুকে আমরা অনেক পন্য দেখে থাকি,এবং আমরা সে পন্য অর্ডার করে টাকা পেমেন্ট করে দিই। দেখা যায় সে পন্য ডুপ্লিকেট বা অন্য পন্য আমাদের প্যাকেট করে দিয়ে দেয়।
তাই আমাদের অনলাইনে অর্ডার করার আগে একশো বার ভেবে তারপর অর্ডার করা উচিৎ। 

আমাদের এখানে একটা লোক কিছুদিন আগে ফেসবুকে একটা বাটন ফোন অনেক আগের মডেলের নোকিয়া ১২০০ মডেলের ফোন দেখে অর্ডার দিয়ে দেয়,এবং পেমেন্ট ও করে দেয়।
কিন্তু দেখা যায় সেখানে সাধারণ বাটন ফোন তুলে দিয়ে দিছে। 
এভাবে প্রতিনিয়ত লোকেরা থকতেছে। তাই আমাদ্ব্র ভাবা উচিৎ। 
এছাড়া যেকোন পন্য অর্ডার দেয়ার আগে বাজারে দেখে কেনা ভাল। 
কিন্তু আবার অনেক পন্য আছে বাজারে পাওয়া কঠিন, সে সব পন্য অনলাইনে অর্ডার দেয়া উচিৎ। সকল পন্য কেনার ক্ষেত্রে অনলাইনকে প্রাধান্য না দেয়াই ভাল। 

অনলাইন থেকে পন্য কিনলে অনেক সুবিধা রয়েছে কিন্তু যেহেতু দেখার কোনো সুযোগ নেই। তাদের ইচ্ছামত একটা প্যাকেট করে দিয়ে দেয়।

অনলাইন থেজে পন্য কেনার আগে দেখে নিবেন রিফান্ড নেয়ার মত সিস্টেম তাদের কাছে আছে নাকি। যেমন Daraz থেকে পন্য কিনলে সেটা খারাপ হলে আপনি ৭ দিনের মধ্য রিফান্ড দিতে পারবেন। 
কিন্তু এরকম হাজার হাজার কোম্পানি চিটারি করে যাচ্ছে। 
তাই অনলাইন থেকে পন্য কেনার আগে দেখে ভেবে কেনা উচিৎ। 

বেশি দামি পন্য অনলাইন থেকে না নেয়াই ভাল। কারন হঠাৎ বিপদে পড়ে গেলেন। তাই দামি পন্য দেখে কেনাই ভাল।

অনেক সমক্য দেখা যায় অনলাইনে পন্য অর্ডার করার জন্য পেমেন্ট করে দেয়া হয় কিন্তু সে পন্য আর ডেলিভারি দেয় না।

এরকম নানা সমস্যা হয়, সকলের সতর্ক থাকা উচিৎ। 

আশা করি বুঝতে পেরেছেন, অনলাইন থেকে যেকোন পন্য কেনার আগেই পেমেন্ট না করে ভেবে তারপর পেমেন্ট করবেন এবং অর্ডার করবেন।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • যেকোন প্রয়োজনে,
  • ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 







The post অনলাইন থেকে যে কোন পন্য কেনার আগে সকল দিকে ভেবে পন্য কিনুন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/Is1Vdzr
via IFTTT

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট