আসসালামু আলাইকুম, আসা করি সবাই ভালো আছেন, আজকে আরোও একটি চেনা জানা টপিক নিয়ে আলোচনা করবো, আসা করছি যারা ওয়েব ডেভেলপমেন্ট জগতে বিগেইনার, বা যারা নতুন ব্লগার আছেন, তাদের কাজে লাগবে।
পোস্টের বিষয় কি? তা হয়তো আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন, এখন টাইটেল পড়ে এখন হয়তোবা আপনারা অনেকেই হাসতেছেন,
যে- এটা আর কি এমন বিষয়, হ্যা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকেন, বা এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছেন, তাহলে অবশ্যই আপনার হাস্যকর বিষয় হবে। এবং আমিও মানছি আপনার হাসি পাবে।
কিন্তু এই ব্যাপার টা একটু বোঝার চেষ্টা করবেন, যে এখনো এমন লোক আছে, যারা এ ব্যাপারে এখনো জানে না, বা এখনো অবগত নয়। সুতরাং আপনি নিজে জানেন। যেটি অনেক ভালো একটি কথা, তাই হাসাহাসি না করে, যে জানেনা, তাদের কে জানতে দেওয়াটায় শ্রেয়।
যাইহোক অনেক বকবক করে ফেল্লাম যখন, আর কয়েকটা লাইন বলি,
এটা নিয়ে, অনেক জায়গায় অনেক পোস্ট ও হতে পারে, হয়তোবা এমন ও লোক আছে, যারা সেগুলো বুঝতে পারে নাই।
কিন্তু আমি আমার সব টুকু দিয়ে, আজকে এই ব্যাপারের পুরো বিষয় টা ক্লিয়ার করে দেবো। তো চলুন শুরু করি।
আচ্ছা আমাদের অনেক সময় যখন আমরা ম্যাথ নিয়ে পোস্ট করি, তখন দেখা যায় যে, আমার বীজগণিতের সুত্র গুলো ভালো ভাবে লিখতে পারিনা, কিন্তু আজকের বিষয় দেখলে আপনি খুব সহজেই শিখতে পারবেন।
১ম আপনাকে html এর একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটি হলো Sup Tag.
আপনারা কনফিউজড হয়েননা, এরকম ২ টা ট্যাগ আছে, Sub এবং Sup,
আপাতত Sub নিয়ে বলবো না, Sup নিয়ে বলবো।
Sup Tag টা ম্যাথ এর ক্ষেত্রে বীজগণিত জাতীয় সুত্রের ক্ষেত্রে ব্যবহার করতে হয়।
ধরুন আমি (a+b)°2 এর সুত্র লিখবো, এখন আমরা কিন্তু সুত্র আকারে লিখতে পারছিনা। তাই আমরা এখন Sup Tag দিয়ে লিখবো।
এক্ষেত্রে আপনার পোস্টের সোর্স কোড ওপেন করবেন, তারপর যেখানে টাইপ করতে চান, সেখানে
P Tag নিবেন, আপনি যেকোন ট্যাগ নিতে পারেন, আমি P tag নিলাম।
আবার ও বলি,মনে রাখবেন, Sup ট্যাগ Square হিসাবে কাজ করে। এই কথাটা মনে রাখলে আর কিছুই লাগবেনা।
তো P ট্যাগ নিলাম,
এখন a+b°2 এর সুত্র লিখবো।
এরজন্য <p> Tag নেবো, এবং এর শুরু এবং শেষ করবো, শেষ করার জন্য লিখবো, </p>
একত্রে এভাবে লিখবো, <p></p>
এরপর এর মাঝখানে লিখবো,
<p>a+b</p>
এটা ভালভাবে লক্ষ্য করুন, এখন আমাদের square দিতে হবে, তারজন্য আমরা এখন sup tag ব্যবহার করবো। সেজন্য যেহুতু
a+b এর উপর square দেবো, সুতরাং a+b এর পর সাব ট্যাগ দেবো, যেমনঃ
<p>a+b<sup></sup></p>
এখানে Sup Tag শুরু এবং শেষ করলাম।
এখন sup ট্যাগ এর মাঝখানে দেবো, 2।
<p>a+b<sup>2</sup></p>
তো আমার আউটপুট টা দেখুন,
এখন পুরো সুত্র লেখার জন্য লিখবেন।
<p>a+b<sup>2</sup>=a<sup>2</sup>+2ab+b<sup>2</sup></p>
তো দেখুন, যার পর আমি Squre দেবো, তারপর sup tag use করছি আমি। এই ব্যাপার টা বুঝলেই, যেকোন সুত্র লিখতে পারবেন।
হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।
তো সবাই ভালো থাকবেন।
~আল্লাহ হাফেজ।
The post একদম পানির মত সহজ উপায়ে স্টান্ডার পদ্ধতি তে html দিয়ে গনিতের বীজগণিত সুত্র লিখুন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/UyD91pq
via IFTTT